What Are You Looking For?

Sunday, August 31, 2014

ক্লাউড স্টোরেজ বা অনলাইন তথ্য সংরক্ষণাগার

আপনি কি জানেন, ক্লাউড স্টোরেজ কি? ক্লাউড স্টোরেজকে বলা হয়ে থাকে অনলাইন হার্ডডিস্ক। এখানে আপনি আপনার ফাইলগুলো আপলোড করে রাখতে পারবেন। এক কথায় ক্লাউড স্টোরেজ হল অনলাইনে তথ্য সংরক্ষণ ব্যাবস্থা। অনলাইনে নিরাপদে তথ্যের ব্যাকআপ রাখার জন্য মূল্য পরিশোধের পাশাপাশি বিনামূল্যেও এ সেবা উপভোগের সুবিধা দিচ্ছে বিভিন্ন অনলাইন স্টোরেজ প্রতিষ্ঠান। ক্লাউড স্টোরেজে তথ্য থাকবে নিরাপদ। তাই তথ্য চুরি কিংবা হারানোর কোন ভয় নেই। তবে, অনলাইনে বিনামূল্যে ডাটা স্টোর রাখার জন্য ক্লাউড স্টোরেজ সাইট গুলোতে প্রথমে সাইন-আপ করতে হবে।
 
            নিচে কিছু জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ক্লাউড স্টোরেজ সাইট উল্লেখ করা হল -
 
 
১. www.dropbox.com  [২ গিগাবাইট থেকে ১০ গিগাবাইট পর্যন্ত]
২. www.box.com  [২ গিগাবাইট থেকে ১০ গিগাবাইট পর্যন্ত]
৩. www.surdoc.com  [১০০ গিগাবাইট হতে ১ টেরাবাইট পর্যন্ত]
৪. www.mega.co.nz  [৫০ গিগাবাইট পর্যন্ত]
৫. www.adrive.com  [৫০ গিগাবাইট পর্যন্ত]
৬. www.drive.google.com  [১৫ গিগাবাইট পর্যন্ত]
৭. www.onedrive.live.com  [১৫ গিগাবাইট পর্যন্ত]
৮. www.firedrive.com [২০ গিগাবাইট পর্যন্ত]

তাছাড়াও রয়েছে http://www.icloud.com, http://www.copy.com, http://www.bitcasa.com, http://www.justcloud.com, http://www.amazon.com/clouddrive, http://www.spideroak.com, http://www.zipcloud.com সহ আরও বেশ কিছু ক্লাউড স্টোরেজ সাইট। প্রায় সকল ক্লাউড স্টোরেজ সাইটগুলোতেই সাইন-আপের মাধ্যমে ফ্রি স্টোরেজ সুবিধার পাশাপাশি কিছু নিয়ম, নীতি এবং শর্ত অনুসারে বোনাস হিসেবে আরো বেশি স্টোরেজ সুবিধা উপভোগ করা যাবে।

Tuesday, August 26, 2014

আমার ভালবাসা

                                                  
 
আমিও তো মানুষ| আমারও তো অনুভূতি আছে| কখনো কখনো আমারও তো ভালবাসা পেতে ইচ্ছে হয়| কিন্তু তার আশা ছেড়ে দিয়েছি অনেক আগেই| আমার অনুভূতির মূল্য কারো কাছে না থাকলেও সবার অনুভূতির মূল্য আমার কাছে অনেক| কেউ আমার ভালবাসার সীমাহীন আকাশ থেকে ক্ষুদ্র একটা অংশ নিয়ে চলে গেলেও আমার ভালবাসা চিরদিনই থাকবে| আমি সত্যকে ধারণ করি বলেই মিথ্যাকে ঘৃণা করি| তোমাকে সম্মানিত করতে চেয়েছি বলেই তোমার সেই অসম্মানজনক কাজগুলোতে বাধা দিতে বিন্দু মাএ দ্বিধা করিনি| তোমাকে ভালবাসি বলেই তোমার সেই কুৎসিত কাজগুলোকে মেনে নেই নি| তবে, তুমি তোমার পথেই হেটেছ| আমার কথার মূল্য দাও বলেই আমি জানি, এখনও যা বলি তাতে তুমি আমাকে ভূলই বুঝবে| অনেক কষ্ট পেয়েছি| এখন কষ্টই আমার আনন্দ| আমারও ভুল হয়| তবে, তা স্বীকার করি| সঠিকটা মেনে নেই| যেভাবেই ভাব, আমার প্রতি তোমার ধারণা পরিবর্তন করে খুব অসাধারন হওয়ার কোন ইচ্ছে নেই| তুমি আমাকে তোমার পাশে আলো হয়ে থাকতে দাও নি| তবে আমি খুশি| কারন, তোমার এই সামান্য চাওয়াটা পূরণ করতে কোনো কার্পন্য করিনি| তুমি এখন আমাকে আর কখনো চিনতে পারবে না| এখন অলীক কল্পনায় একা আমি আর অন্ধকার এক হয়ে মিশে গেছি অদৃশ্য স্বপ্নের জগতে| আমি জানি, আমি কোনো অন্যায় করিনি| তবুও আমাকে কখনো ক্ষমা করো না| কারন, আমি খারাপ| খুব খারাপ| তবে, আমি এমনই|
 
 
 ______ সমাপ্ত _____