What Are You Looking For?

Sunday, August 31, 2014

ক্লাউড স্টোরেজ বা অনলাইন তথ্য সংরক্ষণাগার

আপনি কি জানেন, ক্লাউড স্টোরেজ কি? ক্লাউড স্টোরেজকে বলা হয়ে থাকে অনলাইন হার্ডডিস্ক। এখানে আপনি আপনার ফাইলগুলো আপলোড করে রাখতে পারবেন। এক কথায় ক্লাউড স্টোরেজ হল অনলাইনে তথ্য সংরক্ষণ ব্যাবস্থা। অনলাইনে নিরাপদে তথ্যের ব্যাকআপ রাখার জন্য মূল্য পরিশোধের পাশাপাশি বিনামূল্যেও এ সেবা উপভোগের সুবিধা দিচ্ছে বিভিন্ন অনলাইন স্টোরেজ প্রতিষ্ঠান। ক্লাউড স্টোরেজে তথ্য থাকবে নিরাপদ। তাই তথ্য চুরি কিংবা হারানোর কোন ভয় নেই। তবে, অনলাইনে বিনামূল্যে ডাটা স্টোর রাখার জন্য ক্লাউড স্টোরেজ সাইট গুলোতে প্রথমে সাইন-আপ করতে হবে।
 
            নিচে কিছু জনপ্রিয় এবং নির্ভরযোগ্য ক্লাউড স্টোরেজ সাইট উল্লেখ করা হল -
 
 
১. www.dropbox.com  [২ গিগাবাইট থেকে ১০ গিগাবাইট পর্যন্ত]
২. www.box.com  [২ গিগাবাইট থেকে ১০ গিগাবাইট পর্যন্ত]
৩. www.surdoc.com  [১০০ গিগাবাইট হতে ১ টেরাবাইট পর্যন্ত]
৪. www.mega.co.nz  [৫০ গিগাবাইট পর্যন্ত]
৫. www.adrive.com  [৫০ গিগাবাইট পর্যন্ত]
৬. www.drive.google.com  [১৫ গিগাবাইট পর্যন্ত]
৭. www.onedrive.live.com  [১৫ গিগাবাইট পর্যন্ত]
৮. www.firedrive.com [২০ গিগাবাইট পর্যন্ত]

তাছাড়াও রয়েছে http://www.icloud.com, http://www.copy.com, http://www.bitcasa.com, http://www.justcloud.com, http://www.amazon.com/clouddrive, http://www.spideroak.com, http://www.zipcloud.com সহ আরও বেশ কিছু ক্লাউড স্টোরেজ সাইট। প্রায় সকল ক্লাউড স্টোরেজ সাইটগুলোতেই সাইন-আপের মাধ্যমে ফ্রি স্টোরেজ সুবিধার পাশাপাশি কিছু নিয়ম, নীতি এবং শর্ত অনুসারে বোনাস হিসেবে আরো বেশি স্টোরেজ সুবিধা উপভোগ করা যাবে।

No comments:

Post a Comment