What Are You Looking For?

Tuesday, August 26, 2014

আমার ভালবাসা

                                                  
 
আমিও তো মানুষ| আমারও তো অনুভূতি আছে| কখনো কখনো আমারও তো ভালবাসা পেতে ইচ্ছে হয়| কিন্তু তার আশা ছেড়ে দিয়েছি অনেক আগেই| আমার অনুভূতির মূল্য কারো কাছে না থাকলেও সবার অনুভূতির মূল্য আমার কাছে অনেক| কেউ আমার ভালবাসার সীমাহীন আকাশ থেকে ক্ষুদ্র একটা অংশ নিয়ে চলে গেলেও আমার ভালবাসা চিরদিনই থাকবে| আমি সত্যকে ধারণ করি বলেই মিথ্যাকে ঘৃণা করি| তোমাকে সম্মানিত করতে চেয়েছি বলেই তোমার সেই অসম্মানজনক কাজগুলোতে বাধা দিতে বিন্দু মাএ দ্বিধা করিনি| তোমাকে ভালবাসি বলেই তোমার সেই কুৎসিত কাজগুলোকে মেনে নেই নি| তবে, তুমি তোমার পথেই হেটেছ| আমার কথার মূল্য দাও বলেই আমি জানি, এখনও যা বলি তাতে তুমি আমাকে ভূলই বুঝবে| অনেক কষ্ট পেয়েছি| এখন কষ্টই আমার আনন্দ| আমারও ভুল হয়| তবে, তা স্বীকার করি| সঠিকটা মেনে নেই| যেভাবেই ভাব, আমার প্রতি তোমার ধারণা পরিবর্তন করে খুব অসাধারন হওয়ার কোন ইচ্ছে নেই| তুমি আমাকে তোমার পাশে আলো হয়ে থাকতে দাও নি| তবে আমি খুশি| কারন, তোমার এই সামান্য চাওয়াটা পূরণ করতে কোনো কার্পন্য করিনি| তুমি এখন আমাকে আর কখনো চিনতে পারবে না| এখন অলীক কল্পনায় একা আমি আর অন্ধকার এক হয়ে মিশে গেছি অদৃশ্য স্বপ্নের জগতে| আমি জানি, আমি কোনো অন্যায় করিনি| তবুও আমাকে কখনো ক্ষমা করো না| কারন, আমি খারাপ| খুব খারাপ| তবে, আমি এমনই|
 
 
 ______ সমাপ্ত _____

No comments:

Post a Comment